বিনোদন
এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে ভূষিত কণ্ঠশিল্পী ডন
বিনোদন ডেস্ক
(১ বছর আগে) ২৭ মে ২০২৪, সোমবার, ৭:০১ অপরাহ্ন

২০২৩ সালে সঙ্গীতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে’ এবার ভূষিত হলেন এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। রবিবার বিনোদন জগতের আতুরঘর বিএফডিসির এটিএন বাংলার ৯ নম্বর ফ্লোরে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত ডন। তিনি বলেন, ‘যে কোনো পুরস্কারপ্রাপ্তিই দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেয়। সেই কাজের প্রতি গুরুত্ব বাড়িয়ে দেয়। এজেএফবি স্টার অ্যাওয়ার্ডও এর ব্যতিক্রম নয়। ১৭তম বারের মতো এমন একটি পুরস্কার দেশে চালু রয়েছে। এটি কিন্তু চাট্টিখানি কথা নয়। আয়োজকরা আমাকে এমন সম্মানজনক পুরস্কার অর্থাৎ সঙ্গীত ক্যাটাগরিতে সম্মানিত করায় তাদের প্রতি ধন্যবাদ।