বিনোদন
তানজীন তিশার ‘পয়জন’
স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৪, শনিবার
নায়িকার শুধু স্ক্যান্ডালই না, স্ট্রাগলও থাকে। এমনই এক ডায়ালগ দিয়ে শুরু হয় ছোট পর্দার অভিনেত্রী তানজীন তিশার নতুন ওয়েব ফিল্ম ‘পয়জন’র টিজার। তার জন্মদিনে প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজের ৪৩ সেকেন্ডের টিজারটি। যেখানে ভিন্ন এক চরিত্রে দেখা যায় তাকে। গল্পে পরপর তিনটি সিনেমা ফ্লপ হওয়ার পর চার নম্বর সিনেমাটি সুপারহিট হয় রূপা মির্জার চরিত্রে অভিনয় করা তানজীন তিশার। সেই সিনেমায় তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও অর্জন করে টক অব দ্য শোবিজে পরিণত হন। আর সেই সাফল্য উদ্যাপন করতে একটি পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রূপা মির্জার অন্ধকার অতীত সামনে চলে আসে। সেখানে দেখানো হয় বিধ্বংসী তিশার ভিন্ন রূপ। এমন গল্পে এগোতে থাকবে সিরিজটি। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।
তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত যেকোনো কিছু বিষয়। কিন্তু জীবনের প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারি না। সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ। পরিশ্রম, মেধা, কিংবা প্রতারণা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে। কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ। উল্লেখ্য, তানজীন তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, একে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ। ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লেতে ঈদুল আজহায় মুক্তি পাবে ‘পয়জন’।