বিনোদন
এশা হয়ে আসছেন পূজা ক্রুজ
স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৪, শনিবার
এর আগে ‘বিলাপ’ ওয়েব সিরিজ ও ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন পূজা ক্রুজ। তবে এবার একেবারে নাম ভূমিকায় পর্দায় হাজির হচ্ছেন গ্ল্যামারার্স এই কন্যা। সানী সানোয়ারের ‘এশা মার্ডার, কর্মফল’ সিনেমায় তাকে এশার চরিত্রে দেখা যাবে। এরইমধ্যে এর শুটিং শেষ হয়েছে। গত ঈদেই সিনেমাটি মুক্তির কথা ছিল। ছবির টিজারও সে সময় ছাড়া হয়েছিল। তবে পরবর্তীতে ছবি মুক্তির তারিখ কোরবানির ঈদে ঠিক করা হয়। আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে এশা চরিত্রে পূজার উপস্থিতি বেশ নজর কেড়েছে। পূজা আগেই জানিয়েছিলেন একেবারে ভিন্ন লুকে এখানে হাজির হবেন। এদিকে এ ছবিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা, মংমনসিংহ ও জামালপুরে ছবিটির শুটিং করেছি। এ চরিত্রে অভিনয় করতে গিয়ে একেবারে এশা হয়ে উঠেছিলাম। কখনো মনে হতো আমি আসলে এশাই। তবে তার সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে সেটা ভেবেই দাগ কেটে যায় মনে। ছবিতে পুলিশের ভূমিকায় হাজির হতে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। তার সঙ্গে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, তিনি লুক সেট থেকে শুরু করে শুটিং হওয়া পর্যন্ত আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তার মতো অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করাটাও খুব ভালো একটি অভিজ্ঞতা ছিল। পূজা বলেন, ছবিটি মুক্তির অপেক্ষায় আছি। কারণ ছবিটিকে আমার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে দেখছি। দর্শকের কাছ থেকে কেমন সাড়া পাই সেটা দেখার পরেই পরবর্তী কাজের সিদ্ধান্ত নেবো।