বিশ্বজমিন
প্রাথমিক তদন্তে রাইসির হেলিকপ্টারে হামলার কোনো চিহ্ন নেই
মানবজমিন ডেস্ক
(৭ মাস আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫০ পূর্বাহ্ন
হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুর্ঘটনায় বিধ্বস্ত ওই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি হওয়ায় অনেকেই প্রেসিডেন্টের মৃত্যুকে স্বাভাবিক বলে মেনে নিতে চাননি। বিশেষ করে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ রাইসির মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করেছেন। তবে ওই হেলিকপ্টার বিধ্বস্তে সন্ত্রাসী হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে তথ্য দিয়েছে ইরানের সামরিক বাহিনীর তদন্তকারী টিম। সামরিক বাহিনীর এক বিবৃতি উদ্ধৃত করে অনলাইন আরব নিউজ জানিয়েছে, রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্তে কোনো রকমের সন্ত্রাসী হামলার আলামত পাওয়া যায়নি। তদন্তের পুরো প্রতিবেদন প্রকাশে আরো কিছুদিন সময় লাগবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
গত ১৯ মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ আরও ৭ কর্মকর্তা নিহত হন। এতে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা ইরান। বৃহস্পতিবার নামাজে জানাজা শেষে নিজ জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হন ইরানের প্রভাবশালী ওই নেতা।