বিনোদন
‘আগে নিজের খুঁত আমার চোখে পড়ে’
স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২৪, বৃহস্পতিবার
দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের সিনেমা। ছবির নাম ‘ফাতিমা’। ছবিটির শুটিং ২০১৭ সালে শুরু করেছিলেন তিনি। সে সময় একদমই নতুন ছিলেন। বর্তমানে অনেক পরিণত তিনি। তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক নারীর গল্পের এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। ছবিটির শুটিং অনেক আগে করলেও এটি নিয়ে দারুণ আশাবাদী ফারিণ। ২১শে মে এ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার সহকর্মীরা। এ সময় ফারিণ জানান, ছবিতে ফাতিমা চরিত্রের সঙ্গে তার অনেক দিক দিয়েই মিল রয়েছে। এ বিষয়ে এ অভিনেত্রী বলেন, বাস্তবে আমি অন্যায় সহ্য করতে পারি না। প্রতিটি কাজে সৎ থাকার চেষ্টা করি। কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করি। ফাতিমাকেও ছবিতে এমন চরিত্রে দেখা যাবে। তার স্ট্রাগলের গল্প আছে। আমারও আলাদা স্ট্রাগল আছে। ফাতিমার সঙ্গে মিলের পাশাপাশি কিছু বিষয়ে অমিলও রয়েছে। এদিকে এরইমধ্যে ‘ফাতিমা’ ইরানের ফজর ফিল্ম ফেস্টিভ্যালের ৪২তম আসরে ক্রিস্টাল সিমোর্গ জিতে নিয়েছে। ফারিণ এ বিষয়ে বলেন, ছবিটি বিভিন্ন প্রান্তের ফিল্ম মেকাররা দেখেছেন। আজ দেশের অনেকের সঙ্গেই বসে দেখেছি। পর্দায় নিজের খুঁত আমার আগে চোখে পড়ে। তবে দর্শকের ভালো লাগাটাই আমার কাছে আসল। যদিও এর শুটিং অনেক আগে করেছি। এখন অভিনয়ের অনেক কিছু শিখেছি। সেটা অতীতে গিয়ে তো আর ঠিক করতে পারবো না। তবে ভবিষ্যতে যেন আরও ভালো করতে পারি সেই চেষ্টা করবো। আমি মনে করি আমার শেখার অনেক বাকি।