বিনোদন
রেইনড্যান্সে ফুয়াদের ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৪, বুধবার
লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ‘রেইনড্যান্স’র ৩২তম আসর। এবারের আসরের অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’। স্বল্পদৈর্ঘ্য এ সিনেমাটি নির্মাণ করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ এবং এর সহ-প্রযোজক মাহফুজ নাজিম মাপেল। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুজানা পায়েল সুস্মিতা। জানা যায়, আগামী ২৭শে জুন ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর দর্শক ও বিচারকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে প্রযোজক-পরিচালকসহ সিনেমাটির পুরো টিম। নির্মাতা ফুয়াদ বলেন, সিনেমাটিতে নিখাদ প্রেম কিংবা অপরাজনৈতিক বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। পৃথিবীর মননশীল চলচ্চিত্র নির্মাতাদের সিনেমার পাশে বাংলাদেশের সিনেমার নাম দেখতে পারা দারুণ আনন্দের। রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের বিচারকদের ধন্যবাদ জানাই এবং আমার সিনেমার কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, ‘তবে কি পলায়নই মঙ্গল?’, ‘শব্দের ভেতর ঘর’ এবং ‘স্যালভেশন অব ট্রি’সহ বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ। সিনেমাগুলো বিভিন্ন উৎসবে পুরস্কৃত এবং সম্মানিত হয়েছে।