ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জে কটিয়াদীবাসীর মিলনমেলা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৭ এপ্রিল ২০২৪, শনিবার

কিশোরগঞ্জস্থ কটিয়াদী সমিতির ঈদ পুনর্মিলনী উৎসব ও বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র করে কিশোরগঞ্জে কটিয়াদীবাসীর এক অনুপম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘মত পথ যার তার কটিয়াদী শিকড় সবার’ স্লোগানে শহরতলীর নেহাল গ্রিন পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত এ মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুর রহমান রুমী। সকালে মিলনমেলা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জস্থ কটিয়াদী সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল। অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ সম্মানিত বিশেষ অতিথি এবং সিনিয়র আইনজীবী এএফএম বজলে কাদের মুকুল, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ মঈনুজ্জামান অপু, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ তোফায়েল আহমেদ খান সুমন, শিল্পপতি সারোয়ার হোসেন ও ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে একুশে পদকপ্রাপ্ত ভাস্কর অধ্যাপক মোহাম্মদ হামিদুজ্জামান খান, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনম মুশতাকুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ফেরদৌস আহমেদ ভূঁইয়া জুয়েল এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছিরুজ্জামান সেলিমকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজসেবক একেএম শরাফ উদ্দিন খান রায়হান, সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ উদ্দিন শাহীন, বনগ্রাম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান, কটিয়াদী সমিতির সাবেক সভাপতি সামছুল আলম বুলবুল ও সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শওকত দাদ খান, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল ও আবুল হাসান মোমেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কার্যকরী সদস্য সাংবাদিক আশরাফুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে রাত ৮টায় মিলনমেলা শেষ হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status