ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪২ অপরাহ্ন

mzamin

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই নির্বাচনে জনসাধারণকেও ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শুরু করেছে দলটি। নরসিংদীর সদর উপজেলা থেকে ঢাকা বিভাগের এই লিফলেট কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জেলার কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, বর্তমান ভোটচোর, ক্ষমতা জবরদখলকারী ও ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। কারণ গত ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনেও দেশের শতকরা ৯৫ ভাগ মানুষ আওয়ামী লীগকে বয়কট করেছে। সেই কারণে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করছে না সরকার। তবে যত কৌশলই অবলম্বন করুক না কেনো আওয়ামী লীগকে জনগণ লাল কার্ড দেখাবে। 
তিনি বলেন, আমরা দেশের জনগণকে বলবো- আসুন আপনারা নিজেদের অধিকার আদায় এবং অবৈধ সরকারকে প্রতিরোধের অংশ হিসেবে এবারের উপজেলা নির্বাচনে ভোটপ্রদানে বিরত থাকবেন এবং অন্যদেরও উৎসাহিত করুন।
নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় সভায় ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, কাজী সাইয়্যেদুল আলম বাবুল প্রমুখ বক্তব্যে রাখেন।

 

বিজ্ঞাপন

পাঠকের মতামত

ভোট শুধু বর্জন নয় নির্বাচনের ঘোষনা এলেই সেই নির্বাচন বর্জনের কারণ সহ সরকারের অগণতন্ত্রের বেহায়াপনা নিয়ে স্বৈরতন্ত্রের চরিত্র নিয়ে ক্ষমতা দখলের কারসাজি নিয়ে একদলীয় দুর্বৃত্তপনা নিয়ে স়ভা সমাবেশ মিছিল মিটিং এর মাধ্যমে জনগণকে কার্যকর বিক্ষুব্ধ করে তুলতে হবে গণতন্ত্রের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেই। শুধু মুখে নয় আচরণে ব্যবহারে নয় বজ্র কন্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সরকারের মুখে কালি লেপন করে দিতে হবে যাতে বিশ্বসভ্যতার কাছে সরকার চুরান্ত ঘৃনার পাত্রে পরিণত হয়। এছাড়া আর কোন আন্দোলন নয় আর কোন নির্বাচন নয় আওয়ামী ক্ষমতা দস্যুদের ক্ষমতা দখল কালে।

আলমগীর
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:২১ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

ফরিদপুরে মন্দিরে আগুন, হত্যাকাণ্ড/ বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status