বিনোদন
চটেছেন নোরা
বিনোদন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারতারকারা যেখানেই যান ভক্ত থেকে শুরু করে ফটোশিকারিরাও সেখানে ছুটে যান। তাদের বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের ছবি পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন। তবে সবসময় তো আর তারকাদের মেজাজ এক থাকে না। অনেক সময় তারা ভক্ত কিংবা ফটোশিকারিদের ওপর মেজাজ হারান। যেসব মুহূর্তের ছবি বা ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। সম্প্রতি পাপারাজ্জিদের উপর চটে গেলেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন, ছবি শিকারিরা মাঝে মধ্যেই শরীরের নানা অংশে ক্যামেরা জুম করেন! শুধু তাই নয়, আজব আজব প্রশ্নও করা হয় তাকে। তিনি বলেন, আমার সুঠাম শরীর নিয়ে আমি গর্বিত। এই শরীর রাখার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়। বিশেষ করে আমার শরীরের বিভিন্ন অংশে ছবি শিকারিরা জুম করেন। এদিকে কানাডার নাগরিক হয়েও বর্তমানে নোরা বলিউডে চুটিয়ে কাজ করছেন। মূলত তার নাচ সকলের কাছে আকর্ষণীয়। স্যোশাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যা প্রায় ৭ কোটি। ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে নোরা জানান, মাত্র ৫ হাজার টাকা নিয়ে তিনি ভারতে পা রাখেন। তখন একসঙ্গে ৯ জন মহিলার সঙ্গে থাকতে হতো তাকে। নিজের স্ট্রাগলের কথা উল্লেখ করে তিনি বলেন, নিন্দুকরা তার শরীর নিয়েই কথা বলেন। তবে কীভাবে বলিউডে সুযোগ পেয়েছি। সেই স্ট্রাগলের কথা আজ পর্যন্ত জানতে চায়নি কেউ।