ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সীতাকুণ্ডে মেরিন ইঞ্জিনিয়ারের খামারবাড়ি দখলের চেষ্টার অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, বুধবার

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিরীহ মেরিন ইঞ্জিনিয়ার জামালের খামারবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
দখলে বাধা দেয়ায় ২ জনকে পিটিয়ে আহত করেছে অভিযুক্ত ভূমিদস্যুরা। ঘটনায় ভুক্তভোগী মেরিন ইঞ্জিনিয়ার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ১০নং সলিমপুর ইউনিয়নের খাজাকালু শাহ্ (র.) মাজার এলাকার যুক্তরাজ্যে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের পর মো. জামাল উদ্দিন দীর্ঘ ৪২ বছর ধরে দেশি-বিদেশি জাহাজে চিফ ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন। তিনি দীর্ঘদিনের চাকরির অর্জিত অর্থ দিয়ে ৩২ শতক জমি খরিদ করে খামারবাড়ি, পুকুর গড়ে তোলেন। বর্তমানে তার খরিদা জায়গাগুলোর দাম বেড়ে যাওয়ায় একই এলাকার প্রভাবশালী হাজী সিরাজ উদ দৌলা প্র. আলু দৌলার কুনজরে পড়ে খামারবাড়ি স্থিত জমিগুলোর উপর। তার জমিগুলো রাস্তার পাশেই বলে সিরাজ তার এক সহযোগীর মাধ্যমে ক্রয় করার প্রস্তাব দেন। কিন্তু মেরিন ইঞ্জিনিয়ার (অব.) জামাল জমি বিক্রি করার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে আলু দৌলা ক্ষিপ্ত হয়ে জামালের জায়গা দখল করার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালায়। দৌলা আদালতে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে মেরিন ইঞ্জিনিয়ারের কাছে বার বার হেরে যান। এমনকি তার জায়গাগুলো যাতে দখল করতে না পারে সেজন্য ভূমি আপিল ফুল বোর্ড স্থিত অবস্থা জারি করে।

বিজ্ঞাপন
এরপর তিনি আরও ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়াসহ হামলার চেষ্টা চালায়। তার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য জামাল পুলিশের আইজিপি, ডিআইজি থেকে শুরু করে আদালতে পর্যন্ত মামলা ও অভিযোগ দায়ের করে। তবে আইনশৃঙ্খলা সংস্থাগুলোর কাছে বারবার ধরনা দিয়ে যাচ্ছেন মেরিন ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন। গত ২৩শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় জামালের স্ত্রী দিলশাদ আরা বেগম ও তার ছেলে তানজিম খামারবাড়িতে কাজ করার সময় হঠাৎ দৌলার নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর হামলা করে এবং জামালের স্ত্রীকে শ্লীলনতাহানির চেষ্টা করে। জামালের ছেলে তানজিম ও তার কেয়ারটেকার মদন মিয়াকে মারধর করে আহত করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে জামাল বাদী হয়ে দ্রুত বিচার আদালতে মামলা করেন বলে মানবজমিনকে জানান। আদালত মামলাটি সীতাকুণ্ড মডেল থানায় পাঠানোর পর দৌলার প্রভাবে পুলিশ মামলাটির সবগুলো ধারার মধ্যে ১টি ধারা ৫০৬ রেখে বাকি ধারাগুলো বাদ দিয়ে আদালতে প্রতিবেদন পাঠায়। কিন্তু বাদী জামাল আদালতে নারাজি দিলে মামলাটি আবার সীতাকুণ্ড মডেল থানায় পাঠানো হয়। তারপরও একই প্রতিবেদন দিলে জামাল আদালতে আবার নারাজি আবেদন ও মারামারির ভিডিও ফুটেজ উপস্থাপন করেন। তখন আদালত ৫০৬ ধারার সঙ্গে আরও কয়েকটি ধারা সংযোজন করে মামলাটি পূর্ণাঙ্গভাবে বিচারিক আদালত আমলে নেয়। এরপর দৌলা আরও বেপরোয়া হয়ে এখন রীতিমতো জামালসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত ১১ই অক্টোবর ২৩ইং আলু দৌলার নির্দেশে তার সহযোগীরা জামালের খামার থেকে একটি গাভী নিয়ে গেলে থানায় অভিযোগ করা হয়। অপরদিকে গত ১৯শে নভেম্বর মেরিন ইঞ্জিনিয়ার জামালকে আলু দৌলার ভাড়াটে নজরুল ইসলাম তার দলবল নিয়ে মারধর করে। এতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরিশেষে জামাল নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে গত ২২শে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র কাছে দৌলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। মেরিন ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন আরও বলেন, আমি আলু দৌলার অত্যাচার, নির্যাতন ও হামলার শিকার হয়ে আমার পরিবারের সদস্যেদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিআইজি’র কাছে ওই ভূমিদস্যুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার আকুল আহ্বান জানাই। এদিকে অভিযুক্ত সিরাজ উদ দৌলাকে মোবাইলে বার বার ফোন দিলেও ফোন রিসিভ না করা বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

 

 

 

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status