ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

টেকনাফে অপহৃত দু’জন ২৬ ঘণ্টা পর মুক্ত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৬ ঘণ্টা পর পল্লী চিকিৎসকসহ দু’জনকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। গহিন পাহাড়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশের রুদ্ধদ্বার সাঁড়াশি অভিযানের ফলে দুর্বৃত্তরা তাদের ছেড়ে দেয়। এর আগে তাদের জীবন বাঁচাতে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল দুর্বৃত্তরা।  
ফিরে আসা অপহৃতরা হচ্ছে উখিয়ার থাইংখালী এলাকার মাওলানা জাকের হোসেনের পুত্র পল্লী চিকিৎসক জহির উদ্দিন (৫২) ও বাহারছড়া ইউনিয়নের শামলাপুর নয়াপাড়ার মো. শফির পুত্র মো. রফিক (৩১)। গত সোমবার রাত ১১টার দিকে তাদেরকে ছেড়ে দেয়। টেকনাফ মডেল থানার ওসি মো. উসমান গণি বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ পাহাড়ে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে দুর্বৃত্তরা অপহৃতদের অক্ষতাবস্থায় ছেড়ে দেয়। তিনি জানান, পাহাড়ে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল মো. রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিমের অভিযানের মুখে অপহৃত দু’জনকে রেখে পালিয়ে যান অপহরণকারীরা। পরে তাদের উদ্ধার করে পুলিশ।

এর আগে গত রোববার রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর হোয়াইক্যং পাহাড়ি সড়ক (ঢালা) দিয়ে বাড়ি ফেরার পথে দু’জনকে অপহরণ করেন দুর্বৃত্তরা। অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল জানান, তার ভাই শাপলাপুর এলাকায় প্রতিদিনের মতো চেম্বার শেষ করে বাড়ি ফিরছিলেন।

বিজ্ঞাপন
তার সঙ্গে একজন যাত্রীও ছিলেন। পথিমধ্যে শামলাপুর-হোয়াইক্যং সড়কের ঢালার নামক স্থানে আসলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। পরে সিএনজি (অটোরিকশা) চালক বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে মোবাইলে ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকেন অপহরণকারীরা।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status