ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা কাটলো ২শ’ গাছ

মাদারীপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

মাদারীপুরে রাতের আঁধারে একটি বাগানের বিভিন্ন প্রজাতির ২০০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গাছ কেটে ফেলায় বিচারের দাবিতে স্থানীয় সালিশিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান না পেয়ে গতকাল সকালে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাগান মালিক ক্ষতিগ্রস্ত সেলিম বেপারী। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক সেলিম বেপারী  মোতাহার বেপারীর ছেলে।
জানা যায়, তাল্লক গ্রামের একটি খেলার মাঠের পাশে পৈতৃক জমিতে সেলিম বেপারী ও পরিবারের লোকজনরা মিলে ৪০ শতাংশ জমিতে কয়েক বছর আগে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করেন। চারা গাছ ভেঙে যাওয়ার আশঙ্কায় মাঠে ক্রিকেট খেলতে থাকা লোকজনকে একটু দূরে গিয়ে খেলতে বলে। এরপরই দুর্বৃত্তরা গত ১০ই এপ্রিল রাতের আঁধারে বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে বাগান নষ্ট করে দেয়। স্থানীয়রা প্রশাসনের কাছে বিচার দাবি করেন। স্থানীয় বাসিন্দা সজীব বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা সেলিম বেপারী বাগানের একাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলায় আমি দুর্র্বৃত্তদের বিচারের দাবি জানাই।
ভুক্তভোগী সেলিম ও তার পরিবার জানান, আমাদের গাছের বাগানের সঙ্গে খেলার মাঠ রয়েছে। আমাদের গাছের বাগানে ছোট ছোট চারা রয়েছে। আর এই বাগানের যখন বল খেলে তখন বল আসে।

বিজ্ঞাপন
আমরা তাদেরকে বল সরে গিয়ে খেলতে বলি। এতে ক্ষিপ্ত হয়েই দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের ২ শতাধিক গাছ কেটে ফেলেছে। পরে স্থানীয় সালিশিরা মীমাংসা করে দেয়ার কথা বলে কয়েক সপ্তাহ ঘুরিয়ে আর সালিশ করে দেয়নি। কোনো উপায় না পেয়ে আমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। প্রশাসনের কাছে কঠিন বিচার দাবি করছি। এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, রাতের আঁধারে এক পরিবারের বাগানের গাছ কাটার বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status