ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিশ্বনাথে নজর কাড়ছেন সেবুল মিয়া

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

প্রবাসী শহর হিসেবে খ্যাতি সিলেটের বিশ্বনাথের। এখানকার জনপ্রতিনিধিরা অনেকেই প্রবাসী। জীবিকার টানে প্রবাসে গিয়ে শেষে এসে হাল ধরেন এলাকার। তাদের ঘিরেই বিশ্বনাথের জীবনযাত্রা চলছে। এবারের উপজেলা নির্বাচনেও প্রার্থী হয়েছেন প্রবাসীরা। এর আগে যে দুই উপজেলা চেয়ারম্যান ছিলেন তারাও ছিলেন প্রবাসী। ফলে প্রবাসীদের প্রতি আস্থা আছে মানুষের। এবার বিশ্বনাথ উপজেলায় ১০ জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে রয়েছেন; সেবুল মিয়া, আব্দুল রোসন চেরাগ আলী, সোহেল আহমদ চৌধুরী, গৌছ খান, আকদ্দস আলী, সমশাদুর রহমান রাহি, মো. এস আলী এনামুল হক চৌধুরী, গিয়াস উদ্দিন, শফিক উদ্দিন ও আলতাব হোসেন। গতকাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।

বিজ্ঞাপন
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সেবুল মিয়া যুক্তরাজ্যের বাসিন্দা। ২০০১ সালে তিনি ছাত্র রাজনীতিতে থাকা অবস্থায় লন্ডনে পাড়ি জমান। ওখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি। এক যুগ ধরে তিনি বিশ্বনাথের সামাজিকতার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বিশেষ করে বিশ্বনাথের জানাইয়া মাঠে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন। তিনি একজন ক্রীড়াবিদ। এ কারণে তিনি ফুটবল, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে সবার কাছে পরিচিতি পেয়েছেন। এবারের উপজেলা নির্বাচনে অংশ নিতে তিনি বেশ ক’মাস ধরে বাড়িতে আছেন। ইতিমধ্যে উপজেলার প্রতিটি গ্রাম চষে বেড়িয়েছেন। গতকাল তিনি জানিয়েছেন, বিশ্বনাথের মানুষের হাসি ফুটানোই আমার দায়িত্ব। কিন্তু এখনো প্রান্তিক জনগোষ্ঠির কাছে উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি। প্রবাসীরাও চান যথাযথ মর্যাদা। সামগ্রিক বিষয় বিবেচনা করে বিশ্বনাথের সব শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে এবার প্রার্থী হয়েছি। আশা করি বিশ্বনাথের মানুষ আমাদের ভোট দিয়ে উন্নয়নের সুযোগ দেবেন। এদিকে, সেবুলের পক্ষে প্রচারণায় বিশ্বনাথে এসেছেন অর্ধশত প্রবাসী। তারা জানিয়েছেন, যেখানেই যাচ্ছেন, মানুষের সাড়া পাচ্ছেন। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status