ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেল ৮ বছরের শিশু

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন

mzamin

একদিন, দুই দিন না। টানা ৪৫ দিন জামাতে নামাজ পড়ে বাই সাইকেল উপহার পেয়েছেন কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের সোহেল রানার ৮ বছরের শিশু পুত্র মুনতাছির। দোশারীচোঁ দক্ষিণ-পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রাশেদুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২২ জন প্রতিযোগির মধ্যে ১৪ জন প্রথম ১৫ দিন পরই এক ওয়াক্ত নামাজ জামাতে পড়া ছেড়েছেন। টানা ৩০ দিন পর এক ওয়াক্ত নামাজ জামাতে পড়া ছেড়েছেন আরো ৭ জন। ২১ জন শিশু কিশোর বিভিন্ন ওয়াক্তে জামাতে নামাজ পড়া ছাড়লেও শিশু মুনতাছির রমজানের তারাবির নামাজসহ টানা ৪৫ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন। শিশু মুনতাছিরের সফলতার পিছনের কারিগর হলেন তার পিতা সোহেল রানা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। নিয়মিত নামাজ পড়তেন না। মসজিদে জামাতে নামাজ প্রতিযোগিতার কথা শুনে তিনি নিজের শিশু পুত্রকে নিয়ে প্রতি ওয়াক্তে মসজিদে চলে আসতেন। ছেলেকে সাথে নিয়ে নিজেও জামাতে নামাজ পড়তেন।
গতকাল (সোমবার) মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লীদের উপস্থিতিতে মসজিদের ইমাম, প্রতিযোগিতার উদ্যোক্তা হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম নিজ হাতে শিশু মুনতাছিরের হাতে উপহার হিসেবে বাই সাইকেল তুলে দেন।

বিজ্ঞাপন
এসময় টানা ৩০ দিন জামাতে নামাজ পড়ায় অন্য ৭ জন শিশু কিশোরের হাতেও কোরআন শরীফসহ শান্তনা উপহার তুলে দেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

শিশু মুনতাছির বলেন, সাইকেল পেয়ে আমি অনেক খুশি। সাইকেল চালানো শিখে সামনে আমি সাইকেলেই নামাজে আসতে পারবো।

শিশু মুনতাছিরের পিতা সোহেল রানা বলেন, ২২ জন শিশু কিশোরের মধ্যে আমার ছেলে জামাতে নামাজ পড়ায় প্রথম হয়েছে। আমি একজন গর্বিত পিতা। ছেলেকে নামাজে আনতে গিয়ে আমিও নামাজী হয়ে গেছি। আর নামাজ ছাড়বো না।

দোশারীচোঁ দক্ষিণ-পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ও প্রতিযোগিতার উদ্যোক্তা হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম বলেন, প্রথমবারের মতো জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতার আয়োজন করেছি। একমাত্র শিশু মুনতাছির টানা ৪৫দিন জামাতে নামাজ পড়েছে। মুসল্লী ও প্রবাসীদের সহযোগিতায় তাকে বাই সাইকেল উপহার দিয়েছি। আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করবো। ইনশাল্লাহ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status