ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গেলেন দাউদকান্দির ইউএনও

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৪:২৯ অপরাহ্ন

mzamin

দাউদকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন দাউদকান্দি উপজেলার ইউএনও (নির্বাহী কর্মকর্তা) মুহাম্মদ আরাফাতুল আলম। সোমবার রাতে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রায়পুর মালিখিল নামক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হোন। রাতে সংঘটিত দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দির ইউএনও আরাফাতুল আলম দ্রুত ছুটে যান রায়পুর মালিখিলের ঘটনাস্থলে। সেখানে তিনি দুর্ঘটনায় কবলিত এলাকাটি পরিদর্শন করেন এবং সড়ক দুর্ঘটনার কবলে পড়া মানুষগুলোকে যথাস্থানে পাঠানোর ব্যবস্থা করেন। সাথে সাথে তিনি দাউদকান্দি হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন যে, দুর্ঘটনাকারী অজ্ঞাত বাস ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। দায়িত্ব পালনে মানবিক এই কাজের ব্যাপারে দাউদকান্দির ইউএনও আরাফাতুল আলম এর কাছে জানতে চাইলে তিনি মানবজমিনকে বলেন, আমরা হলাম জনগণের সেবক। জনগণের দুর্দশায় তাদের পাশে থেকে, জনগণের সেবা করাই আমাদের ব্রত। তাই আমি উপজেলার ইউএনও হিসেবে নিজেকে জনগণের একজন খাদেম মনে করি। আমার চেষ্টা থাকে রাত-বিরাত জনগণের বিপদ-আপদে পাশে থাকা।

বিজ্ঞাপন
গতকাল (সোমবার) রাতে আমি যখন মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটির খবর পাই, তখনই ঘটনাস্থলে আমি ছুটে যাই।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status