অনলাইন
বান্দরবানের ৩ উপজেলার নির্বাচন স্থগিত
স্টাফ রিপোর্টার
(৭ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৭ পূর্বাহ্ন
যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ কথা বলেন।
তিনি বলেন, বান্দরবানের তিন উপজেলায় পুলিশ, র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর অভিযান চলমান। এমন পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।
ইসি সচিব এক প্রশ্নের জবাবে বলেন, এবারের উপজেলা নির্বাচনে অন্যান্যবারের তুলনায় বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
বান্দরবানে নির্বাচন স্হগিতের মাধ্যমে প্রমানীত হলো বান্দরবানের মূল সমস্যা সমাধান হয় নি। যারা ইতিমধ্যে এরেস্ট হয়েছে প্রকৃত পক্ষে তাঁরা মূল অপরাধী নন। এটা সাজানো নাটক। প্রকৃত সমস্যা অনেকটা ভারতের সেভেন সিস্টারের মত। সমাধানের পথ বের করে নিন। তা না হলে...............