ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

অপহৃত সেই দেলোয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

নাটোর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের সেই অপহৃত প্রার্থী দেলোয়ার হোসেন। গতকাল তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপরপ্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল মনোনয়ন প্রত্যাহার করায় তিনি একক প্রার্থী থাকেন। নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ বিষয়টি বলেন, কোনো পদে একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যহারের শেষ সময় অতিবাহিত হলে পরের দিনে অফিসিয়ালি রিটার্নিং অফিসার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারবেন। যেহেতু সিংড়া উপজেলা চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন ছাড়া অন্য কোনো প্রার্থী নেই সে কারণে মঙ্গলবার দেলোয়ারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। তবে ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা পেদে নির্ধারিত তারিখে ভোট অনুষ্ঠিত হবে।

সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবীব রুবেল। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সুগম হয় অপহরণ ও মারধরের শিকার আরেক চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের। গত রোববার সকালে এক ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন লুৎফুল হাবীব রুবেল। এর কয়েক ঘণ্টা পর দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বরাবর মনোনয়নপত্র প্রত্যাহার প্রসঙ্গে লিখিত আবেদন করেন রুবেল। আবেদনে ব্যক্তিগত ও পারিবারিক কারণে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয় বলে জানান তিনি। প্রসঙ্গত, সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন
যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা লুৎফুল হাবিব রুবেল ও দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় দেলোযার হোসেনের বড় ভাই মজিবর রহমান আনন্দ প্রকাশ করেন। গতকাল বিকাল ৪টার পর রিটার্নিং অফিসারের অফিসের সামনে তিনি সাংবাদিকদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
দেলোয়ার হোসেনের ছেলে মুনয়েম হোসেন আকাশ বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার বাবা জয়লাভ করেছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা। এর ফলে সত্যিই আমরা আনন্দিত। এই জয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। তবে, আমরা এখনো চিন্তিত কেন না যারা অপহরণের কাজে সরাসরিভাবে জড়িত তারা এখনো গ্রেপ্তার হয়নি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী তাদের দ্রুত গ্রেপ্তার করবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status