ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দেবীগঞ্জে বিএনপি’র ৩ নেতার মনোনয়নপত্র দাখিল

দেবীগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা বিএনপি’র আহ্বায়কসহ তিন নেতা। গত রোববার দুপুরে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের তালিকা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা হয়। জানা যায়, আগামী ২১শে মে অনুষ্ঠিত হতে যাওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে পাঁচ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে বিএনপি’র দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. রহিমুল ইসলাম বুলবুল, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু ও পামুলী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহিম অনলাইনে মনোনয়নপত্র  দাখিল করেছেন। এ বিষয়ে রহিমুল ইসলাম বুলবুল মুঠোফোনে বলেন, ‘আমরা তো মনোনয়ন দাখিল করেছি। নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিলেই জানতে পারবেন।’ দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে প্রতিবেদককে বলেন, ‘আর এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। আমি আপনার সঙ্গে ঝগড়া করতে চাই না। প্লিজ, আমি সাক্ষাতে বলবো।’ এদিকে মুশফিকুর রহমান রাজু বলেন, ‘এটি হলো স্থানীয় নির্বাচন। স্থানীয় নেতারা যা সিদ্ধান্ত দিয়েছেন তাই আমরা মেনে চলেছি। এটা আমাদের একক কোনো সিদ্ধান্ত না।’ আব্দুর রহিম মুঠোফোনে বলেন, ‘দল নির্বাচন বর্জন করেছে।

বিজ্ঞাপন
আমি যেহেতু দীর্ঘদিন ধরে দলের বাইরেও সাধারণ মানুষের সঙ্গে উঠা-বসা করেছি, আমি মনে করি যদি দলের বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচন করি তাহলে সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাই দলীয়ভাবে নয় বরং স্বতন্ত্রভাবে নির্বাচন করছি।’ এদিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠক শেষে দল থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা করা হয়েছে। বিএনপি’র কেউ যদি কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এবং কেন্দ্র যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, গত ১৫ই এপ্রিল বিএনপি’র নীতিনির্ধারণী পর্ষদ তথা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে না। এ বার্তা ইতিমধ্যে সাংগঠনিকভাবে মাঠ পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নেবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয় দলটির পক্ষ থেকে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status