বিনোদন
আসছে মাসুদ রানার ২য় পর্ব
স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবারবাংলা সাহিত্যের খ্যাতিমান থ্রিলার লেখক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট কালজয়ী গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে বিশ্বব্যাপী পরিচিতি দিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল স্পাই থ্রিলার সিনেমা ‘এম আর নাইন: ডু অর ডাই’। সিনেমাটি নির্মাণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। এই সিনেমাটি চলতি মাসেই উত্তর আমেরিকায় রিলিজ দিতে যাচ্ছে কুইভার ডিস্ট্রিবিউশন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশের সীমিত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। আগামী ২রা মে কিনোলজিকার মাধ্যমে রাশিয়ায় এবং ১৭ই মে সিনে এন্টারটেইনমেন্টের মাধ্যমে পাকিস্তানে মুক্তি পাবে এটি। এবার আসতে যাচ্ছে গত বছর মুক্তি পাওয়া মাসুদ রানা সিরিজের দ্বিতীয় পর্ব। হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে। ‘এম আর নাইন: ডু অর ডাই’ এর সিক্যুয়েলটির নাম রাখা হয়েছে ‘এম আর নাইন: স্কাই ড্যান্সার’। নেভাদা-ভিত্তিক প্রযোজনা সংস্থা চেজিং বাটারফ্লাইস পিকচার্স এবং দ্য ফিল্ম পোস্টের পাশাপাশি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় সিনেমাটি তৈরি হবে। এতে মাসুদ রানার চরিত্রে এবারো দেখা যাবে এবিএম সুমনকে। জানা যায়, লেখক কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা স্পাই সিরিজের দ্বিতীয় উপন্যাস গল্প নিয়ে তৈরি হচ্ছে সিক্যুয়েলটি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আসিফ আকবর, আবদুল আজিজ এবং নিকো ফস্টার। আসিফ আকরর পরিচালিত এই সিনেমাটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতির পর কাস্টিং নিয়ে আলোচনা চলছে।