বিনোদন
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন অভিষেক-ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
(৯ মাস আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন

বেশ কিছুদিন থেকেই আলোচনা চলছিল বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। অনেকেই বলেছিলেন শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গেছেন ঐশ্বরিয়া। তবে এ ব্যাপারে এতদিন মুখ খুলেননি এই দম্পতি। অবশেষে পরিবারের সাথে একটি ছবি শেয়ার করে সব গুঞ্জনে পানি ঢাললেন অভিষেক। শনিবার তাদের ১৭ তম বিবাহবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন অভিষেক বচ্চন। যেখানে দেখা যায় তাদের আদরের মেয়ে আরাধ্যা মায়ের কাঁধে মাথা দিয়ে রয়েছে। আর মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের। ছবিটি তুলেছেন ঐশ্বরিয়া। ছবিটির ক্যাপশনে শুধুই হৃদয়ের ইমোজি দিয়েছেন এই অভিনেতা। এই একটি ছবিই সবকিছু স্পষ্ট করে দিয়েছে। প্রিয় তারকা দম্পতিকে এমন হাসিখুশি দেখে উচ্ছ্বসিত ভক্তরাও।