ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

রাজ-মন্দিরার অন্যরকম রসায়ন

স্টাফ রিপোর্টার
২২ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘কাজলরেখা’। মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে ৪০০ বছরের পুরোনো গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন রাজ-মন্দিরা। যেখানে কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা, কঙ্কণ দাসি চরিত্রে মিথিলা আর সুচ কুমারের চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ছবিতে তাদের অন্যরকম রসায়ন বেশ পছন্দ করছেন দর্শক। রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মন্দিরা বলেন, তখনকার সময় হলে আমি অবশ্যই কোনো না কোনো রানী থাকতাম। সবার কাছ থেকে রানীর ট্রিট পেয়ে বেশ ভালো লাগতো। আর তখন হয়তো কোনো রাজার সঙ্গে আমার বিয়ে হতো। তবে হ্যাঁ, আমি অবশ্যই সেই সময় রাজকেই আমার রাজা বানাতাম। কারণ আপাতত কাজলরেখায় রাজই তো আমার রাজা।

বিজ্ঞাপন
মন্দিরা জানায় গিয়াস উদ্দিন সেলিমের অফিসেই রাজের সঙ্গে তার প্রথম দেখা হয়। সেদিন রাজ তাকে তেলেু অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে তুলনা করেছিলেন। যা তার কাছে খুবই ভালো লাগে। অন্যদিকে শরিফুল রাজ বলেন, সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার একটি মজার ব্যাপার হচ্ছে উনি সবার অডিশন নিলেও আমার কোনো অডিশনও নেননি। এ ছাড়া মিথিলা আপুর সঙ্গে অভিনয় করাও দারুণ অভিজ্ঞতা ছিল। মন্দিরার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। উল্লেখ্য, ঈদুল ফিতরে শরিফুল রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘কাজলরেখা’, ‘ওমর’ এবং ‘দেয়ালের দেশ’ তিনটি সিনেমার অভিনয়েই বেশ প্রশংসা পেয়েছেন তিনি।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status