ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

কঠোর অবস্থানে হাইকমান্ড

নির্বাচন থেকে সরতে হবে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনাকে

অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৯:০২ অপরাহ্ন

mzamin

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, মৌলভীবাজার-১ (বড়লেখা, জুড়ী) আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিনের ভাগনা বড়লেখা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোয়েব আহমদকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দিতে দলীয় প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর চিঠি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সুন্দর। গত শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ চিঠি দেন তিনি। চিঠির আলোকে শাহাব উদ্দিনের ভাগনাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দিতে দায়িত্বপ্রাপ্ত নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। রফিকুল ইসলাম সুন্দর বলেন, অভিযোগের আলোকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার মাধ্যমে এ নির্দেশনা দেন।  

এদিকে শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী-সংসদ সদস্যদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা প্রার্থী হতে চান (পরবর্তী পর্বে), তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা প্রার্থী হয়েছেন, তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে।

দলীয় প্রধানকে দেয়া অভিযোগে রফিকুল ইসলাম সুন্দর উল্লেখ করেন, স্থানীয় সংসদ শাহাব উদ্দিন তার ভাগনাকে জেতাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের কাজ করার নির্দেশনা প্রদান করেন। কেউ ভাগনার পক্ষে নির্বাচনী কাজে অপারগতা প্রকাশ করলে  তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। এমনকি অনেককে লাঞ্ছিত করেছেন দুই ভাগনা।

বিজ্ঞাপন
সম্প্রতি এক মৎস্যজীবী সম্প্রদায়ের লোক সোয়েব আহমদকে ভোট দেবেন না বলে জানালে তাকে থাপ্পড় মারেন সোয়েব আহমদ। এর আগেও স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে থাপ্পড়, লাথি মারেন স্থানীয় সংসদ সদস্যের এ ভাগনা। এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বড়লেখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর বলেন, মাননীয় সংসদ সদস্য ও তার দুই ভাগনার হস্তক্ষেপ থেকে রক্ষা পেতে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করেছি। তখন দলীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য শাহাব উদ্দিনের ভাগনাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও দফতর সম্পাদককে নির্দেশনা প্রদান করতে বলেন। 

জানা যায়, গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে অভিযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে দপ্তর সম্পাদককে ডেকে বলেন, শাহাব উদ্দিনকে ফোন দিয়ে বলে দাও ওর ভাগনাকে যাতে বসায় দেয়। 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status