ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ড্রিম হলিডে পার্ক পরিদর্শন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের

নরসিংদী প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭:৩৫ অপরাহ্ন

mzamin

নরসিংদীর ড্রিম হলিডে পার্ক পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. জিন্নাত রেহেনা। শনিবার সকালে তিনি পার্কে আসেন।  এরপর পার্কের বিভিন্ন রাইড ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ২০১৫ সালে এই পার্কে এসেছিলাম। আজকে এসে দেখি এখানে অনেক পরিবর্তন এসেছে এবং অনেকগুলো রাইড দেখেছি। পৃথিবীর প্রায় ২২টার মতো দেশে ভ্রমণ করেছি। সে দেশগুলোর এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো যে, ড্রিম হলিডে পার্কের  যে এক্সপেরিয়েন্স, আজকে আমরা বিভিন্ন রাইডে উঠেছি আমার ছোট মেয়ে উম্মে হানি সে আমার সাথে আছে। তারও এ বিষয়ে এক্সপেরিয়েন্স হয়েছে। সবচেয়ে মজার কথা কি, আমার এই রাইডগুলো এতো মানসম্মত মনে হয়েছে এবং আমার মনে হলো যে আমাদের আসলে বিদেশে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নাই, আমরা দেশেই একখন্ড ইউরোপ অথবা সিঙ্গাপুর দেখতে পারি ড্রিম হলিডে পার্কে।  তিনি  ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপক প্রবীর সাহাসহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন
পরে নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এবং নরসিংদী ওমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ পরির্দশন করেন।
ঈদের দিন থেকে এ পযর্ন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে পার্কটিতে। নরসিংদী সদর উপজেলার মাধবদীর পাঁচদোনার চৈতাব ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত পার্কটিতে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে। এবার দর্শনার্থীদের আকর্ষণ করে তুলেছে ওয়াটার পার্কের পাশে সুনামির ঢেউ। দেশের বিভিন্ন স্থান থেকে সব বয়সী মানুষ এই পার্কে বেড়াতে আসেন।

ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, ঈদ ও পহেলা বৈশাখ ছাড়াও বিভিন্ন সময় নরসিংদীতে অবস্থিত আর্ন্তজাতিক মানের এই পার্কটিতে দর্শনার্থীরা নিরাপদ ও স্বস্তিদায়ক মনোমুগ্ধকর পরিবেশে আনন্দ উদযাপন করতে পারেন সেদিক বিবেচনায় রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এখানে সব বয়সী মানুষ বেড়াতে আসেন। দর্শনার্থীদের বিনোদন দিতে এবার নতুন নতুন বেশ কয়েকটা আর্কষণ রয়েছে। এর মাঝে ক্রেজি লিভারের মাধ্যমে সুনামি ঢেউ তুলে ওয়াটার পার্কের দর্শনার্থীদের অসাধারণ বিনোদন দেয়া হচ্ছে। যা এশিয়ার মাঝে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। বৃহৎ উন্নয়নের অবকাঠামো গুলো এই পার্কে রয়েছে। তাই মানুষ যেন বিদেশে ঘুরতে না গিয়ে আমাদের পার্কে একবার এসে ঘুরে যায় এই আহ্বায়ন জানাই। এবারো দেশি-বিদেশি দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ঈদ ও বৈশাখ ছাড়াও কয়েক দিন দর্শনার্থীর উপস্থিতি সন্তোষজনক থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status