বিনোদন
জেনস সুমনের ‘আসমান জমিন’
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল ২০২৪, শনিবার‘একটা চাদর হবে’ অ্যালবামের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন জেনস সুমন। এরপর করেছেন বেশকিছু গান। তবে দীর্ঘ সময় ধরে নতুন গানে নেই তিনি। এবার নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। জি-সিরিজ থেকে ‘আসমান জমিন’ শিরোনামের নতুন গান প্রকাশ হয়েছে তার। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন এস আই এনজেল। ঈশা খান দূরের তত্ত্বাবধানে ভিডিও পরিচালনা করেছেন এআর খান।