ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২০ এপ্রিল ২০২৪, শনিবার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা এবং বস্ত্র বিতরণের মধ্যদিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু কর্মসূচিতে নেতৃত্ব দেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও বস্ত্র বিতরণ করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এমএ আফজল। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এডভোকেট মো. আব্দুর রাজ্জাক ও জিয়া উদ্দিন সরকার, যুগ্মসাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ ও আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আকবর খন্দকার, দপ্তর সম্পাদক দীপক দাস, অধ্যাপক মাহফুজুর রহমান, হোসেনপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তারুজ্জামান দুলাল, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, কিশোরগঞ্জ পৌর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ। এ ছাড়া হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়। এতে কৃষক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status