বিনোদন
দীপিকাকে নিয়ে গুঞ্জন
বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার২০১৫ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে আংটি বদল করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিন বছর পর ইতালির লেক কোমোয় ধুমধাম করে বিয়ে করেন তারা। অবশেষে বিয়ের পাঁচ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন বলিউডের এই তারকাজুটি। চলতি বছরের সেপ্টেম্বরেই তাদের ঘর আলো করে আসবে নতুন অতিথি। এদিকে সম্প্রতি রোহিত শেট্টির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংহাম এগেইন’-এর শুটিং সেট থেকে দীপিকার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে পুলিশের পোশাকে দেখা যায় এই ‘লেডি সিংহাম’কে। চার মাসের অন্তঃসত্ত্বা এই নায়িকাকে অ্যাকশন দৃশ্যের শুট করতে দেখে অনেকেই তার বেবি বাম্প নিয়ে প্রশ্ন তুলেছেন। শুরু হয়েছে নানা গুঞ্জনও। কেউ বলছেন প্রায় সাড়ে চার মাস অর্থাৎ ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বার বেবি বাম্প আরও বেশি স্পষ্ট হয়। নেটিজেনরা প্রশ্ন তুলছেন তবে কি সারোগেসির পথে হাঁটলেন অভিনেত্রী? এর আগেও আম্বানিদের অনুষ্ঠানে তাকে যখন প্রথম নাচতে দেখা গিয়েছিল, তখন থেকেই প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বিষয়ে রণবীর-দীপিকা জানিয়েছেন সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান। সেইমতো আপতত প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন অভিনেত্রী। এই সময় মায়েদের শরীরে একটু একটু করে বদল আসে, তবে অনেক সময়ই বেবি বাম্পের দর্শন মেলে আরেকটু দেরিতে। এদিকে রোহিত শেট্টির কপ ইউনিভার্সের ছবি ‘সিংহাম এগেইন’-এ রণবীর ফিরছেন সিম্বার ভূমিকায়। এই ছবিতে রণবীর-দীপিকার পাশাপাশি আরও অভিনয় করছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুর।