ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

বিবৃতিতে এরদোগানকে স্বাগত জানালো হামাস প্রধান হানিয়া

অনলাইন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৪ অপরাহ্ন

হামাস প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের পক্ষে থাকায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে স্বাগত জানিয়েছেন। বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) পার্লামেন্টারি গ্রুপের বৈঠকের আগে লিখিত বিবৃতিতে হামাস এরদোগানকে এই স্বাগত জানায়। শুক্রবার হামাসপ্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা এবং তাদের স্বদেশের মুক্তির সংগ্রামে এরদোগানের মর্যাদাপূর্ণ অবস্থানের জন্য হামাস তুস্কের কাছে ঋণী থাকবে। এই অবদান তাদের দেশের জনগণ মূল্য দেয়। ফিলিস্তিনের বর্তমান অবস্থা তাকে পাশে পেয়ে আমরা গর্বিত।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলে দখলদারিত্বের বিপক্ষে এরদোগানের সাহসী বক্তব্য এবং ভ্রাতৃপ্রতিম অবস্থান ফিলিস্তিনের মানুষ মনে রাখবে। ফিলিস্তিনি জনগণ তার কথা কখন ভুলবে না।

এর আগে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ।

তিনি বলেন, গাজায় ইসরাইলের ‘নিষ্ঠুরতা ও গণহত্যা’ যতদিন অব্যাহত থাকবে, ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে।

ইসরাইলে ইরানের হামলার নিন্দা জানানোয় পশ্চিমাদের সমালোচনা করে এরদোগান বলেন, যখন সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরাইল হামলার চালায়, তখন পশ্চিমারা এ ঘটনায় চুপ ছিল।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

সকল কিছু ভুলে তুরস্ক সহ মুসলিম বিশ্বকে ইরানের পাশে থাকার উদ্দাত আহ্বান জানাচ্ছি। শিয়া সুন্নি বলে কোন মৌলিক ভেদাভেদ নেই। কোরআন আছে যার কাছে সে-ই মুসলমান। তবে রাসুল সা: এর শিক্ষা অনুযায়ী অতিরিক্ত কিছুই ভালো নয়। ইহুদি সহ সবাই আল্লাহর সৃষ্টি।

Harun Rashid
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪৩ অপরাহ্ন

Hamas chief Ismail Hania & Turkey president Ardogan are front line leader.

Chairman,Bangladesh
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৬:০০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status