ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

উপজেলা পরিষদ নির্বাচন

পাকুন্দিয়ার চেয়ারম্যানসহ তিন হেভিওয়েট প্রার্থী বাছাইয়ে বাদ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ই মে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা তিনটি হচ্ছে, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার মনোনয়নপত্র বাছাই করার সময় দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম। মনোনয়নপত্র বাতিল হওয়া দুই চেয়ারম্যান প্রার্থী এবং এক ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজনই হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও জেলা শ্রমিক লীগের উপদেষ্টা মো. আতাউল্লাহ্‌ সিদ্দিক মাসুদ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. জুয়েল এর প্রার্থিতা বাতিল হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম জানান, চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম রেনু একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত। 

তিনি রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন। কিন্তু আপিলে সাজা স্থগিত হয়নি। এ কারণে মো. রফিকুল ইসলাম রেনু’র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন
অন্যদিকে আরেক চেয়ারম্যান প্রার্থী মো. আতাউল্লাহ্‌ সিদ্দিক মাসুদ মনোনয়নপত্রের সাথে দাখিল করা হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. জুয়েল মনোনয়নপত্রে তার শিক্ষাগত যোগ্যতা এমএ দিয়েছেন। কিন্তু তিনি এর প্রমাণ হিসেবে সার্টিফিকেট দেননি। ফলে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু বলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত আমার আপিল গ্রহণ করেছেন এবং আমাকে জামিন দিয়েছেন। তাই আইন অনুযায়ী আমার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই। 

আমি আপিলের প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ আপিলে প্রার্থিতা ফিরে পাবো। প্রার্থিতা বাতিল হওয়া অপর চেয়ারম্যান প্রার্থী জেলা শ্রমিক লীগের উপদেষ্টা মো. আতাউল্লাহ্‌ সিদ্দিক মাসুদ বলেন, আমি মামলার কোন তথ্য গোপন করিনি। নিষ্পত্তি হয়ে যাওয়া একটি মামলার কাগজ জমা দেওয়া হয়নি। এটি খুব ছোট একটি ভুল। আমি আপিল করছি। আপিলে প্রার্থিতা ফিরে পাবো, ইনশাআল্লাহ। এদিকে মনোনয়নপত্র জমাদানকারী অন্য ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, চেয়ারম্যান পদে প্রয়াত এমপি একেএম শামছুল হক গোলাপ মিঞা’র ছেলে একেএম দিদারুল হক, হাজী জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম হাবিবুর রহমান চুন্নু, পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন এবং উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মো. কামাল উদ্দীন। ভাইস চেয়ারম্যান পদে মো. আবুল কাসেম বিপ্লব, আতাউর রহমান সোহাগ এবং একেএম ফজলুল হক বাচ্চু। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান শামসুন্নাহার বেগম আপেল এবং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. ললিতা বেগম বিথী।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status