ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয় কর্তৃপক্ষের বাধায় ইইডি’র গেট নির্মাণ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বাধায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) গেট নির্মাণকাজ আটকে গেছে। স্কুল কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর নির্মাণকাজ বন্ধ করে দেয় শিক্ষা প্রকৌশল বিভাগ। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনে আলোচনা হচ্ছে। জানা গেছে, স্কুলের জমিতে নির্মাণ করা হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন। তবে ভবন নির্মাণে বাধা না দিলেও গেট নির্মাণে বাধা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ফলে ২০ লাখ টাকা ব্যয়ে গেট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত ৮ই এপ্রিল গেট নির্মাণকাজ বন্ধ করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাইরুল ইসলাম। একই চিঠি জেলা প্রশাসকের কাছে দিয়েছেন তিনি। চিঠিতে বলা হয়েছে, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের জায়গায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্থায়ী গেট নির্মাণ করা হচ্ছে কিন্তু এই জায়গাটি স্কুলের স্থায়ী সম্পত্তি। সুতরাং হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের জায়গায় স্থায়ী গেট নির্মাণ বন্ধ করার জন্য অনুরোধ জানানো হলো। যতটুকু জায়গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিসের জন্য বরাদ্দ দেয়া হয়েছে সেইটুকু জায়গার ভেতরে সকল কার্যক্রম করার জন্য অনুরোধ জানানো হলো।

বিজ্ঞাপন
চিঠি পাওয়ার পর সরজমিন পরিদর্শনে করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই কার্যালয় কারও ব্যক্তিগত নয়। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রকৌশল দু’টি প্রতিষ্ঠানই চাঁপাইনবাবগঞ্জের মানুষের সম্পদ। শিক্ষা বিস্তারে যেমন বিদ্যালয়ের প্রয়োজন তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষা প্রকৌশল বিভাগের প্রয়োজন। দু’টি প্রতিষ্ঠান আলাদা করে দেখার সুযোগ নেই। ইইডি’র ভবন বা গেট কোথায় হবে সেটি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন ঠিক করবে। শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এখানে স্থায়ী নয়। জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সম্মতিতে হরিমোহন স্কুলের জমিতে নির্মাণ করা হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আধুনিক ভবন। ২০২১ সালে ওই ভবন নির্মাণ করা হয়। এর আগে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভবনে চলতো ইইডি’র কার্যক্রম। নতুন ভবনের উত্তর পাশে একটি টিনের গেট ব্যবহার করতো শিক্ষা প্রকৌশলের কর্মকর্তা-কর্মচারীরা। পুরনো সেই গেটের কাছে নতুন গেট নির্মাণকাজ শুরু করে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসার পর নির্মাণকাজ বন্ধের জন্য চিঠি দেয়।
ইইডি’র চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তর পাশে পুরনো একটি টিনের গেট ছিল- যেটা আমরা ব্যবহার করতাম। কিছুদিন আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এসেছিলেন। একটি গেটের জন্য অর্থ বরাদ্দ দেন। পুরনো গেটের স্থানে নতুন করে গেট নির্মাণকাজ শুরু করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয় ২০ লাখ টাকা। তবে প্রধান শিক্ষক নিষেধ করার পর নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। বিষয়টা স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। তারা যেটা সিদ্ধান্ত দিবেন তাই হবে।
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাইরুল ইসলাম বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অফিস নির্মাণের জন্য হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২২ শতাংশ জমি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দ দেয়া হয়। সেখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণ করা হয়ছে। কিন্তু বরাদ্দের বাইরে গিয়ে স্কুলের জমিতে গেট নির্মাণ করছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সেটি বন্ধ করতে চিঠি দেয়া হয়েছে। ওই চিঠির অনুলিপি জেলা প্রশাসককেও দেয়া হয়েছে। ওই জায়গাটি স্কুলের অডিটোরিয়ামের জন্য নির্ধারিত। সেখানে ইইডি’র গেট নির্মাণ হলে পুরো জায়গা বেদখল হয়ে যাবে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, বিষয়টি সমাধান হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে গেট নির্মাণকাজ বন্ধ করতে বলা হয়েছে। এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা নয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status