ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কেরানীগঞ্জে মদ পানে ২ বন্ধুর মৃত্যু, আইসিউইতে আরেকজন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

কেরানীগঞ্জে অ্যালকোহল সেবন করে তিন যুবক অসুস্থ হলে তাদের মধ্যে দু’জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত বৃহস্পতিবার ঈদের দিন দিবাগত রাত ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকার ইউনুস মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, বীর বাঘৈর এলাকার ইফনুস মিয়ার ছেলে মোহাম্মদ ফয়সাল তার তিন বন্ধু তানভীর হোসেন (১৮), মুস্তাকিম (১৯) ও তন্ময় (১৮)কে তাদের বাসার তৃতীয়তলা ভবনের ছাদে ডেকে নিয়ে যায়। সেখানে ফয়সাল তাদেরকে জুসের সাথে অ্যালকোহল মিশিয়ে সেবন করতে দেয়। একপর্যায়ে তারা সেবনকালে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তাদেরকে ছাদের একটি ঘরে আটকে রাখে। অসুস্থ তিন যুবকের পরিবারের লোকজন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য প্রথমে পুরান ঢাকার আজগর আলী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরবর্তীতে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল ও পরে মিডফোর্ড হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মুস্তাকিম ও মঙ্গলবার দুপুরে তানভীর মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় তন্ময় রাজধানীর মালিবাগ এলাকায় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। মৃত তানভীরের মামা মনির হোসেন সাংবাদিকদের জানান, বাঘৈর এলাকার শাফাত উদ্দীনের ছেলে ইউনুস মিয়া পরিকল্পিতভাবে আমার ভাগিনা তানভীর ও তার দুই বন্ধুকে বাসায় ডেকে নিয়ে জুসের সাথে অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করান।

বিজ্ঞাপন
এতে তানভীর ও তার দুই বন্ধু মুস্তাকিম ও তন্ময় গুরুতর অসুস্থ হয়ে পড়ে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ইউনুস পরিকল্পিতভাবে আমার ভাগিনা ও তার দুই বন্ধুকে তার বাড়ির তিন তলার ছাদের একটি কক্ষে আটকে রাখে এলাকার লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো জানান, আমার ভাগিনা ও তার দুই বন্ধুকে ঈদের ছুটিতে আড্ডা দেয়ার নামে তাদেরকে পরিকল্পিতভাবে অ্যালকোহল পান করিয়ে হত্যা করেছে। আমি তাদের বিচার দাবি করছি। মঙ্গলবার মারা যাওয়া তানভীরের লাশের ময়না তদন্ত শেষে বুধবার বিকালে তার নিজ বাড়ীতে দাফন করা হয়। এসময় এঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে। মৃত মুস্তাকিম বাঘৈর এলাকার আরশ আলীর একমাত্র ছেলে এবং তানভীর একই এলাকার রাশেদ মিয়ার একমাত্র ছেলে এবং গুরুতর আহত তন্ময় মোহাম্মদ আলীর ছেলে। ঈদের ছুটিতে মুস্তাকিম কুয়েত থেকে দেশে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে এসেছিল। দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মামুনুর রশিদ ঘঁনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার নিহত তানভীরের বাবা বাছেদ মিয়া বাদী হয়ে আজ থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status