ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে সবজি-পেঁয়াজের দাম কমলেও বেড়েছে মাছ-মাংসের দাম

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ১:১৮ অপরাহ্ন

ঈদে ঘরমুখো মানুষ শায়েস্তাগঞ্জ ছাড়তে শুরু করায় চাহিদা কমেছে শাকসবজি, পেঁয়াজ ও ফলমূলসহ স্থানীয় মৌসুমি ফলের। তাই তরমুজ, আনারস ও আমদানি করা ফলের দাম কিছুটা কমেছে। এদিকে চাল, ভোজ্যতেল, চিনি, গম ও আটার দাম অপরিবর্তিত থাকলেও গরু ও মুরগির মাংস এবং মাছের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। 

শায়েস্তাগঞ্জ দাউদনগর, আলীগঞ্জ বাজার, পুরান বাজার, সুতাং বাজার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বুধবার গরুর মাংস, মুরগি ও মাছের দাম কিছুটা বেড়েছে। এসব পণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, ঈদ ঘিরে মাংসের দাম বেড়েছে। এ ছাড়া বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় মাছের দামও বেড়েছে। শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের কসাই জানান, প্রতিকেজি গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, তবে গত ঈদের চেয়ে এবার পশুর সরবরাহ কিছুটা কমে যাওয়ায় মাংস ব্যবসায়ীদের মুনাফা কমেছে। বুধবার শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের মানভেদে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে যা সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে কেজিতে ৩০ টাকা বেড়েছে। মানভেদে খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১০৫০ টাকায়, যা কেজিতে ৫০ টাকা বেড়েছে। 
দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা জানান, মুরগির খাবার ও ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাড়ায় মুরগির দাম বেড়ে গেছে।

এদিকে চাহিদা কমে যাওয়ায় বুধবার প্রায় সব সবজির দাম কমলেও ঢেঁডস, সজিনা, মটরশুঁটি ও করলার মতো নতুন সবজি কেজিপ্রতি ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন
এগুলোর দামের কোনো পরিবর্তন দেখা যায়নি। মৌসুম শেষ হওয়ায় বেড়েছে টমেটোর দাম মান ভেদে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা, কেজি দরে বিক্রি হচ্ছে। এ সপ্তাহে কাঁচাবাজারের অন্যান্য পণ্যের দামে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status