বিনোদন
কানে পাম ডি’ অর পাচ্ছেন জর্জ লুকাস
বিনোদন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, বুধবার
হলিউডের কিংবদন্তি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার জর্জ লুকাস। বর্ণিল ক্যারিয়ার ও কাজের অংশ হিসেবে ৭৭তম কান উৎসবের সমাপনী অনুষ্ঠানের দিন পাম ডি’ অর সম্মাননা পাচ্ছেন তিনি। এর আগে এই সম্মাননা পেয়েছিলেন মাইকেল ডগলাস, টম ক্রুজ, ফরেস্ট হুইটেকার এবং জোডি ফস্টার। বিষয়টি নিশ্চিত করেছেন কান কর্তৃপক্ষ।