বিনোদন
ভেঙে গেল ১৩ বছরের সংসার
বিনোদন ডেস্ক
৮ এপ্রিল ২০২৪, সোমবারভেঙে গেছে হলিউডের জনপ্রিয় জুটি ব্যারন কোহেন ও ইসলা ফিশারের ১৩ বছরের সংসার। শুক্রবার বিচ্ছেদের ঘোষণা দেন তারা। যদিও ২০২৩ সালেই যৌথভাবে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন এ যুগল। ২০০১ সালে অস্ট্রেলিয়ায় এক পার্টিতে প্রথম পরিচয় ফিশার ও ব্যারনের। ২০০৪ সালে তাদের বাগদান হয়। তিন বছর পর জন্ম হয় তাদের প্রথম সন্তানের। ২০১০ সালে বিয়ে করেন তারা।