বিনোদন
ট্রেলারেই প্রশংসিত ‘পটু’
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৫ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১:০১ অপরাহ্ন

সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন। নির্মাণ করলেন নিজের প্রথম সিনেমা ‘পটু’। কোনো রকম কাটাকুটি ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ঈদে মুক্তির মিছিলে রয়েছে ছবিটি। গতকাল মুক্তি দেয়া হয়েছে সিনেমার দুই মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলার। আর তাতে দেখা গেছে, ক্রাইম, থ্রিলার ও সাসপেন্স। এর গল্প, শুটিং সবই বাংলাদেশের উত্তরের শহর রাজশাহী ঘিরে। ছবিটিতে কোনো বড় তারকা নেই। কিন্তু তারপরও ট্রেলারের সাসপেন্স, রহস্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনোমাটোগ্রাফিসহ প্রায় সবই প্রশংসিত হচ্ছে। অনেকেই পরিচালককে তার জন্য শুভেচ্ছাও জানাচ্ছেন। সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর। তার বিপরীতে দেখা যাবে আফরা সাইরাকে। দুজনেরই এটি প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদার প্রমুখ।