বিনোদন
ব্রাজিলিয়ান সুন্দরীর প্রেমে শাহরুখপুত্র
বিনোদন ডেস্ক
৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারবলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। চাঙ্কিকন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর থেকেই সিঙ্গেল ছিলেন তিনি। মাঝে মাদকচক্রে জড়িয়ে হাজতবাসও করতে হয়েছিল তাকে। এবার গুঞ্জন উঠছে এক সুন্দরীর প্রেমে পড়েছেন তিনি। তবে ভারতীয় কেউ নন, ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির প্রেমের নেশায় ডুবে রয়েছেন তিনি। সম্প্রতি আরিয়ানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা গিয়েছে লারিসাকে অনুসরণ করেন। এই সুন্দরীর প্রায় সব ছবিতেই লাইক দেন তিনি। শুধু তাকেই নয়, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশাপুত্র আরিয়ান। এমনকি লারিসার মা’কে তার জন্মদিনে নিজের ব্র্যান্ডের পোশাক উপহার পাঠিয়েছেন তিনি। আরিয়ানের প্রেমে পড়া সেই সুন্দরী ব্রাজিলিয়ানের বিকিনি মডেল লারিসা বনেসি। বেশ কয়েক বছর আগেই লারিসা ভারতে চলে আসেন। সাইফ আলি খানের ‘গো গোয়া গন’-ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় নাম লেখান তিনি। এরপর অক্ষয় কুমার এবং জন আব্রাহামের ‘দেশি বয়েজ’ ছবির হিট গান ‘সুভা হোনে না দে’ তেও কাজ করেন। এমনকি টাইগার শ্রফ, সুরুজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন তিনি। এদিকে আরিয়ান খান বাবার মতো সিনেমায় অভিনয় করবেন নাকি অন্য কোনো কাজ করবেন তা নিয়ে জল্পনা-কল্পনা সকলেরই। মাঝে মাঝেই শোনা যায় অভিনয়ের থেকে সিনেমা পরিচালনাতে বেশি মন দিতে চান আরিয়ান। জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফরমে দেখা যেতে পারে আরিয়ানের পরিচালনায় ৬ এপিসোডের একটি সিরিজ। নিজের প্রথম ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে তৈরি হওয়া এই সিরিজে দেখা যেতে পারে লারিসা বনেসিকে।