বিনোদন
সিনেপ্লেক্সে চলছে ‘ক্রু’, বন্ধ থাকবে ঈদে
বিনোদন ডেস্ক
(১ বছর আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:৪৬ পূর্বাহ্ন

বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকাকে নিয়ে নির্মিত ‘ক্রু’ সিনেমার জন্য দর্শকরা অনেক আগে থেকেই অপেক্ষায় ছিলেন । অপেক্ষার পালা শেষ করে ২৯ মার্চ ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। অবশেষে ভারতের পাশাপাশি বাংলাদেশি দর্শকদের জন্য ১ এপ্রিল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। কিছুদিন আগেই হিন্দি সিনেমা আমদানির ঘোষণা দিয়েছিল স্টার সিনেপ্লেক্স। সেই সময় প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রু’ সিনেমাটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো আমরা হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিতে যাচ্ছি।
দেশে ইংরেজি সিনেমার সাথে হিন্দি সিনেমা আমদানি শুরু হয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে। সেই সিনেমার পর আরও কয়েকটি প্রতিষ্ঠান হিন্দি সিনেমা আমদানি শুরু করে। ১ এপ্রিল নারী কেন্দ্রিক সিনেমা ‘ক্রু’ মুক্তির মাধ্যমে সেই তালিকায় যোগ হয়েছে স্টার সিনেপ্লেক্স। কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভীনিত সিনেমাটি কমেডি ও থ্রিলার গল্পে নির্মিত হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণন। একতা কাপুর ও অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুর প্রযোজিত এ সিনেমায় বর্তমান সময়ের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির দুরবস্থাকে তুলে ধরা হয়েছে।
মেসবাহউদ্দিন জানান, নিয়মানুযায়ী ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না তাই ঈদের সময় ‘ক্রু’-এর শো বন্ধ থাকবে।