ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

অন্য এক কিয়ারা

বিনোদন ডেস্ক
১ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

খেলা বদলে দিতে আসছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। বদলে দিতে আসছেন বলিউডের সমীকরণও। মুম্বইয়ের সঙ্গে দাক্ষিণাত্যের যুগলবন্দি নতুন নয়। সেই তালিকায় দক্ষিণের হেভিওয়েট নায়ক রামচরণ আর বলিউডের কোটি টাকার নায়িকা কিয়ারা জুটি। সদ্য মুক্তি পেয়েছে তাদের আগামী ছবি ‘গেম চেঞ্জার’-এর গান জারাগান্ডি। রামচরণের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ্যে আনেন নির্মাতারা। সেখানেই নায়ক-নায়িকার রসায়ন দেখে বলিউডের দাবি, জুটির ২০১৯-এর ছবি ‘বিনয়া বিধেয়া রামা’কেও নাকি ছাপিয়ে যাবে এই ছবি। ভিডিওতে দেখা গিয়েছে- কিয়ারা এবং রামচরণ নাচের তালে শুটিং ফ্লোর মাতিয়ে দিয়েছেন। খোলা আকাশের নিচে একদম নৃত্যশিল্পীদের নিয়ে এই গানের দৃশ্য শুট করা হয়েছে। নায়িকার পরনে বেগুনি লেহেঙ্গা-চোলি। একই রঙের ধুতি আর পাঠান কোট পরেছেন নায়ক। গানের দৃশ্যের একটি স্থির ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নায়কের জন্মদিনে উপহার দিয়েছেন কিয়ারা। ভাইরাল পোস্ট দেখে আপ্লুত রামচরণের অনুরাগীরা। এদিকে বিয়ের পর এটিই হতে যাচ্ছে কিয়ারার মুক্তি পেতে যাওয়া প্রথম ছবি। ক’দিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। এদিকে কিয়ারা বলেন, এ ছবি নিয়ে আমার প্রত্যাশা অনেক। চ্যালেঞ্জ ছিল আমার চরিত্রের মধ্যে। আমি নিজেকে ছবির জন্য পুরোপুরি বদল করেছি। অন্য এক কিয়ারাকে সবাই পাবেন।  আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে দারুণ কিছু ঘটবে। জানা গেছে, এক ভারতীয় আইএএস অফিসারকে নিয়ে আবর্তিত ছবির কাহিনী। যিনি সরকারি কাজে বদল এনে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে সওয়াল করবেন। মুখোশ খুলে দেবেন দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status