বিনোদন
নাটকের গানে মাহতিম-আনিকা
স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৪, শনিবারনতুন একটি নাটকের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব ও তাসনিক আনিকা। নাটকের নাম ‘কাজল লতা’। ‘রেখেছি আদরে’ শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন রেজোয়ান শেখ। এর কথা লিখেছেন আরিফ হোসেন বাবু। কে এস এন্টারটেইনমেন্টের এই নাটকটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব। আনিকা বলেন, বেশ সুন্দর কথা-সুরের গান। আশা করছি ভালো লাগবে সবার।