বিনোদন
বাগদান সারলেন অদিতি-সিদ্ধার্থ
বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৪, শনিবার
‘হীরামণ্ডি’র প্রচারে অনুপস্থিত অদিতি রাও হায়দরি! সেই থেকেই জল্পনায় সিলমোহর। বুধবার শোনা গিয়েছিল, প্রথম বিবাহ বিচ্ছেদের ১১ বছর বাদে দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেত্রী। তবে বৃহস্পতিবার নিজেরাই হাটে হাঁড়ি ভাঙলেন! বিয়ে নয়, আদতে বাগদান সেরেছেন সিদ্ধার্থ-অদিতি। আর রোমান্সে মাখোমাখো সেই ঝলকই শেয়ার করলেন তারকাযুগল। বেশ কয়েক বছর ধরেই দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে রয়েছেন অদিতি। এবার বাগদান সারার খবর দিলেন খোদ এ তারকা যুগল।