বিশ্বজমিন
মিয়ানমারে সেনাবাহিনীর অস্ত্রভর্তি ৫টি ট্রাক জব্দ করেছে বিদ্রোহীরা, নিহত জান্তাবাহিনীর ১৮ সদস্য
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০১ অপরাহ্ন

অস্ত্র ও গোলাবারুদ ভর্তি সেনাবাহিনীর ৫টি ট্রাক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে মিয়ানমারে জাতিগত বিদ্রোহীরা। বুধবার তানিনথারি অঞ্চলে ঘেরাও দিয়ে বিদ্রোহীরা সেনাবাহিনীর কাছ থেকে এসব ট্রাক কেড়ে নেয়। অনলাইন মিয়ানমার নাউ এ খবর দিয়ে বলেছে, ১৭টি সামরিক গাড়িবহরকে টার্গেট করে বিদ্রোহীরা হামলা চালিয়েছিল। এতে সামরিক জান্তার ৮ নং অপারেশন্স কমান্ডের প্রায় ২০০ সেনা সদস্য ছিল। তাদের ঘাঁটি ছিল দাউই’তে। দাউইয়ের প্রায় ১৮ মাইল পূর্বে থাইল্যান্ড সীমান্ত সড়কে ওয়া কোন গ্রামে গাড়িবহরটির ওপর হামলা হয়। এর ফলে বুধবার ও বৃহস্পতিবার সেখানে ধারাবাহিকভাবে আকাশপথে হামলা চালায় সামরিক জান্তা। স্থানীয় অধিবাসী ফাইও কো কো বৃহস্পতিবার মিয়ানমার নাউকে বলেন, সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সারাদিন ওই এলাকায় বোমা হামলা হয়েছে। বিদ্রোহীরা যে ভিডিও ধারণ করেছে তাতে দেখা যায়, নিয়ন্ত্রণে নেয়া ট্রাকগুলোর চারপাশে পড়ে আছে সেনা সদস্যদের মৃতদেহ। তা গণনা করছে বিদ্রোহীরা। ওই স্থানে ১৮টি মৃতদেহ পাওয়া গেছে এমনটা একজনকে বলতে শোনা যায়।