দেশ বিদেশ
বইমেলায় পাওয়া যাচ্ছে অনন্তরূপা সময়ের সংলাপ ও চেকবই
স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক ফয়েজ ভূঁইয়া ও মাহবুবুর রহমান তুহিনের তিনটি বই। এগুলো হলো- ফয়েজ ভূঁইয়ার অনন্তরূপা এবং মাহবুবুর রহমান তুহিনের সময়ের সংলাপ ও চেকবই। বইগুলো মেলায় পাঠকের আগ্রহে আছে বলে জানিয়েছেন লেখক ও প্রকাশকরা। ফয়েজ ভূঁইয়ার অনন্তরূপা মূলত একটি গল্প সংকলন। এখানে নাহিদের গল্প আছে। আছে রুমানা ও শারমিনের গল্প। এ রকম আরও অনেকের গল্প আছে বইটিতে। লেখক জানান, পাঠক একবার গল্প পড়া শুরু করলে নিজের অজান্তেই মিশে যাবেন গল্পের চরিত্রগুলোর সঙ্গে। গল্প সংকলনটি প্রকাশ করেছে সপ্তর্ষি প্রকাশনা। প্রচ্ছদ এঁকেছেন- হাসিবুর রহমান সবুজ। অন্যদিকে সরকারি চাকরির পাশাপাশি লেখালেখি করে থাকেন মাহবুবুর রহমান তুহিন। তার চেকবই গ্রন্থটি পাঠকপ্রিয়তা পেয়েছে। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। পাঠকরা জানান, মানব মনের গভীর-জটিল রহস্যের মুখ খুলে দেয়া হয়েছে এতে হাস্য-পরিহাসছলে। ইন্দ্রজাল ছিন্ন করে ব্যক্তি নিজেকে দেখতে পেয়েছে মায়াবী পর্দায়। একই লেখকের আরেকটি বই সময়ের সংলাপ। বইটি প্রকাশ করেছে অনার্য পাবলিকেশন্স। প্রচ্ছদ এঁকেছেন প্রীতম আদিত্য রায়। পাওয়া যাচ্ছে বইমেলার ৪৯৮-৫০১ স্টলে।