দেশ বিদেশ
সিলেটে দুর্নীতিমুক্তকরণ ফোরামের বিক্ষোভ সমাবেশ
নিত্যপণ্য, ওষুধের দাম ও সুচিকিৎসা নিশ্চিত করা জনগণের দাবি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারদুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির পূর্বঘোষিত নিত্যপণ্য ও ওষুধের দাম কমানোসহ নানা দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম। গতকাল বিকালে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন এডভোকেট চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, যশোর-খুলনা মহাসড়কে ৪০০ কোটি টাকা ব্যয় হওয়ার পরও সড়ক স্থায়ী হয়নি। মন্ত্রী না হয়েও মন্ত্রিপাড়ায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান দীর্ঘদিন থেকে বসবাস, ঢাকা মহানগরকীতে চলাচলরত ১২ হাজার সিএনজিচালিত অটোরিকশা স্ক্যাপিং গাড়ির যন্ত্রাংশ বিক্রি, নিবন্ধন ও আয়ুস্কাল বৃদ্ধির সংক্রান্ত খাতে ১১২ কোটি টাকা দুর্নীতি, কেন্দ্রীয় ব্যাংকের হাজার হাজার কোটি টাকা চুরির দায়ে অভিযুক্ত ১২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ জনগণ মেনে নিচ্ছে না। এ ছাড়া সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, ঢাকায় ব্যাপক চাঁদাবাজি, সিলেটে ব্যারিকেড দিয়ে চাঁদাবাজির সংবাদে গভীর উদ্বোগ প্রকাশ করে বলা হয়, এসব কুকর্মের কারণে চতুর্থ মেয়াদে আসা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। প্রধান বক্তার বক্তব্যে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেছেন, খবরের কাগজ খুললেই লুটপাটের খবর থাকে পত্রিকার অর্ধেক।
আগে গৃহস্থের বাড়ি কাপড়-চোপড়, রিলিফের কম্বল, দোকানপাট লুটের খবর ছিল পত্রিকার শিরোনাম। তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট ৫০০ টাকা ধার্য, সরকারি হাসপাতালগুলোতে সুচিকিৎসা ও সিট বাণিজ্য বন্ধের আহ্বান জানান। ফোরামের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম. বরকত আলী, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, সাংবাদিক আব্দুস শহীদ খান সাবের, কয়েছ আহমদ সাগর, অরুণ দেবনাথ এডভোকেট, তৌফিক চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, সন্তোষ দেব, পিয়ার হোসেন, আফছারুজ্জামান আফছর, সাবেক ছাত্রনেতা কামরান আহমদ, সমাজসেবক মো. ওসমান আলী, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, অপু দাশ, রফিকুল ইসলাম, রেজাউল করিম লিটন, মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন, যুবনেতা শেখ মো. দীপু, মাওলানা শফিকুর রহমান, আব্দুস সালাম প্রমুখ।