ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

অর্থ-বাণিজ্য

লংকাবাংলা ফাইন্যান্স ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বিইএফটিএন সুবিধা চালু করলো

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৫:৫০ অপরাহ্ন

mzamin

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ক্রেডিট কার্ড গ্রাহকদের দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র সহযোগিতার জন্য বিশেষ সুবিধাজনক বিইএফটিএন সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ড গ্রাহকরা এখন প্রিমিয়ার ব্যাংকের বিইএফটিএন সেবার মাধ্যমে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে দেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই তাদের কার্ড বিল পরিশোধ করতে পারবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো- গ্রাহকদের অনন্য সুবিধা সংবলিত, নির্ভরযোগ্য এবং নিরাপদ একটি ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করা। বিইএফটিএন সেবার মাধ্যমে লংকাবাংলা ক্রেডিট কার্ড গ্রাহকরা সহজেই ক্রেডিট কার্ড এর বিল পরিশোধ করতে পারবেন, যা তাদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। বিইএফটিএন সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানটি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র রিটেইল বিজনেস বিভাগের প্রধান খুরশেদ আলম এবং দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার আবু মো. সাব্বির হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের অপারেশনস বিভাগের প্রধান একেএম কামরুজ্জামান, এফসিএমএ; ট্রেজারি ও এফআই বিভাগের প্রধান কামরুল ইসলাম, মানবসম্পদ বিভাগ প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, আইসিটি প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি থেকে উপস্থিত ছিলেন- কার্ড ও এডিসি প্রধান মো. মারুফুর রহমান খান, ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং কর্পোরেট ব্যাংকিং বিভাগের এসএভিপি মোহাম্মদ শহিদুজ্জামান। বিজ্ঞপ্তি

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status