বিশ্বজমিন
দর্জি হত্যা: আজমির শরীফের নিন্দা
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ৫:২৮ অপরাহ্ন

ভারতের উদয়পুরে একজন দর্জিকে হত্যার তীব্র নিন্দা অব্যাহত আছে। বিভিন্ন মুসলিম সংগঠন থেকে এ হত্যার নিন্দা জানানো হয়েছে। এর মধ্যে আজমির শরীফ দরগার প্রধান দেওয়ান জয়নুল আবেদিন আলি খান মঙ্গলবার বলেছেন, দেশের ভিতর তালেবানি মানসিকতার বিস্তার কখনো ভারতীয় মুসলিমরা অনুমোদন করবে না। তিনি এক বিবৃতিতে বলেছেন, মানবতার বিরুদ্ধে সহিংসতা কোনো ধর্মই প্রশ্রয় দেয় না। বিশেষ করে ইসলাম ধর্মের সব শিক্ষাই হলো শান্তির। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।
উল্লেখ্য, রাজস্থানের উদয়পুরে দুটি সম্প্রদায়ের মধ্যে জ্বালাময়ী ধারাবাহিক পোস্টকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে দু’ব্যক্তি হত্যা করে দর্জি কানাইয়া লালকে। একটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদও করেছে। তারা ওই দর্জির দোকানের ভিতর আক্রমণ চালিয়ে তা শুধু ভিডিওতেই ধারণ করেনি, একই সঙ্গে সেই ভিডিও নিয়ে উল্লাস প্রকাশ করেছে। হুমকি দিয়েছে। অবশেষে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছেন সবাই।
দেওয়ান জয়নুল আবেদিন আলি খান বলেছেন, ভয়াবহ ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ইসলামিক দুনিয়ায় এমন পাপের শাস্তির বিধান আছে। তিনি আরও বলেন, অভিযুক্তরা একটি নির্দিষ্ট উগ্রবাদী গ্রুপের, যারা শুধু সহিংসতার মধ্য দিয়ে সমস্যার সমাধান খোঁজে। তার ভাষায়- এমন কর্মকাণ্ডকে দৃঢ়তার সঙ্গে অনুৎসাহিত করি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাই।