বিনোদন
আন্ডারওয়ার্ল্ড ধ্বংস করেছিল সোনালীর ক্যারিয়ার
বিনোদন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারফিল্ম ইন্ডাস্ট্রি হলো এমন এক ইন্ডাস্ট্রি, যা অনেকক্ষেত্রেই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। কারণ যাই হোক না কেন, যখনই হিন্দি সিনেমার কথা বলা হয়, আন্ডারওয়ার্ল্ডের নাম উঠে আসতে বাধ্য। একটা সময় ছিল যখন হিন্দি সিনেমায় আন্ডারওয়ার্ল্ডের অর্থ ছিল কাকে ছবিতে অন্তর্ভুক্ত করা হবে এবং কাকে নেয়া হবে না। যারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, তারা ভাগ্যবান। কিন্তু যারা নিজেদের আন্ডারওয়ার্ল্ড থেকে দূরে রেখেছেন, তাদের প্রত্যাখ্যানও ছিল অনিবার্য। এমনই এক সুন্দরী অভিনেত্রী, যিনি আন্ডারওয়ার্ল্ড দ্বারা নিষিদ্ধ হয়েছিলেন এবং শুধু একটি বা দু’টি নয়, অনেকগুলো চলচ্চিত্র থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। তিনি সোনালী বেন্দ্রে। নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। একটা সময় ছিল যখন হিন্দি সিনেমায় আন্ডারওয়ার্ল্ড রাজত্ব করতো। এবং এই কারণে সোনালীকে অনেক অসুবিধায় পড়তে হয়েছিল। নব্বই দশকে বি-টাউনের বেশির ভাগ চলচ্চিত্রে আন্ডারওয়ার্ল্ডের অর্থ আসত বলেও মনে করা হয়। এবং ছবির নায়িকা যদি আন্ডারওয়ার্ল্ডের কাছাকাছি থাকে, তবে তার উপস্থিতি নিশ্চিত। অন্যথায় তাকে চলচ্চিত্র থেকে সরে যেতে হবে। এক সাক্ষাৎকারে সোনালী নিজেই প্রকাশ করেছিলেন যে অনেক ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, কিন্তু কিছু দিন পর ছবির প্রযোজক ফোন করে বলতেন যে ছবিতে তার জায়গায় অন্য কাউকে নেয়া হয়েছে। সোনালী অনেক ছবিতে চুক্তিবদ্ধ হলেও পরে তাকে ছবিটি থেকে বাদ দেয়া হয়। অনেক সময় এমনও হতো যে সোনালী নিজেই হয়তো জানতে পারতেন যে তাকে দেয়া ছবির অর্থ আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত। তাই তখন তিনি নিজেই ছবিটি ছেড়ে দিতেন। নব্বইয়ের দশকে অনেক দুর্দান্ত ছবিতে কাজ করেছেন সোনালী। বলিউডের তাবড় নায়কদের সঙ্গে কাজ করে নিজের কাজ দেখিয়েছেন।