বিশ্বজমিন
রাশিয়া ‘সন্ত্রাসী রাষ্ট্র’, নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কারের দাবি জেলেনস্কির
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র দাবি করে দেশটিকে নিরাপত্তা পরিষদ থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার জাতিসংঘে বক্তৃতা দেয়ার সময় এই দাবি করেন তিনি। এতে তিনি বলেন, রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র। সম্প্রতি ইউক্রেনের মলে রাশিয়ার হামলায় বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছে। এটা যুদ্ধ নয়, এটা সন্ত্রাসী হামলা। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
খবরে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই আঙ্গুল তুলেছেন জেলেনস্কি। তিনি জাতিসংঘের কাছে এই ঘটনার তদন্তের দাবি করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, এই ঘটনার পর রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করা উচিত। যদিও জেলেনস্কির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত বলেছেন, নিরাপত্তা পরিষদ কারো পিআর ক্যাম্পেইনের জায়গা নয়। জেলেনস্কি এখানে এসব করছেন যাতে আরও অস্ত্র পাওয়া যায়। জাতিসংঘের উচিত এ ধরনের সুযোগ বন্ধ করা।