অর্থ-বাণিজ্য
বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের মনোনয়নপত্র জমা
অর্থনৈতিক রিপোর্টার
(৮ মাস আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫৪ অপরাহ্ন
তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই’র পরিচালনা পর্ষদের ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন আগামী ৯ই মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে ৪০ উদ্যোক্তা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ৩১ জন ও চট্টগ্রাম অঞ্চলের নয়জন। সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মিলিত পরিষদ প্রার্থী চূড়ান্ত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি টিপু মুনশি, মো. সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিজিএমইএ ২০২৪-২০২৫ নির্বাচনের জন্য সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়কারী আবদুস সালাম মুর্শেদী।
এতে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বর্তমান সভাপতি ফারুক হাসান, সম্মিলিত পরিষদের প্যানেল নেতা এস এম মান্নান (কচি)সহ বিজিএমইএ’র সাবেক সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকরা।