ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

‘পদ্মা সেতু উদ্বোধনের টাকা বন্যার্তদের মাঝে বিলিয়ে দিন’

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৫ জুন ২০২২, শনিবার
mzamin

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ কখনো জনগণের কথা ভাবে না। তারা সব সময় লুটপাট করতে এবং নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। দেশে যখনই কোনো সংকট দেখা দেয় তখনই তারা আনন্দ-উৎসবে মেতে ওঠে। সিলেটের মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে তখন আওয়ামী লীগ সরকার শত কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পীদের এনে পদ্মা সেতু উদ্বোধনের নামে আনন্দ উৎসবে ব্যস্ত। আনন্দ উৎসবের নামে ব্যয় করা এই শত কোটি টাকা যদি বন্যার্তদের মাঝে বিলিয়ে দেন তাহলে বানভাসি মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব হতো। গতকাল সকালে সিলেট দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকায় সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানের আর্থিক সহযোগিতায় ও জেলা বিএনপির ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি  এম নাসের রহমানের ব্যক্তিগত প্রায় ৬ লক্ষাধিক  টাকার চাল, ডাল, পিয়াজ, তেল ও আলু ত্রাণ হিসেবে বিতরণ করা হয়। তিনি দুপুরে সিলেট সদর উপজেলার মুরাদপুর ও বিকালে সদর উপজেলার মগলাগাঁও আউশা এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে পৃথক সমাবেশে বলেন, ‘প্রধানমন্ত্রী হেলিকপ্টারে এসে ৭ জনকে ত্রাণ দিয়ে বলে গেছেন, বিএনপি কোথায়? বিএনপি নাকি ঘরে বসে আছে।’ প্রধানন্ত্রীর জবাব খণ্ডন করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বিএনপিকে ঘরে খুঁজলে পাওয়া যাবে না। বিএনপি রাস্তায়, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে।’ এ সময় মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমান বলেন, ‘সিলেটের মানুষ বানের পানিতে ভেসে যাচ্ছে কিন্তু সরকারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সিলেটবাসীর প্রিয় নেতা এম সাইফুর রহমান মাত্র ৫ বছরে যে উন্নয়ন করেছিলেন আওয়ামী লীগের ১৩ বছরে এই উন্নয়নের ধারে কাছেও যেতে পারিনি।

বিজ্ঞাপন
২০০৪ সালের ভয়াবহ বন্যায় তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন। কিন্তু বর্তমান মন্ত্রীরা বন্যা পরিদর্শনের নামে রাজকীয় নৌভ্রমণ করছেন, জনগণকে পানিবন্দি রেখে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন।’ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status