ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সুইসাইড নোটে বান্ধবীকে অভিযুক্ত, মামলা

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৫ জুন ২০২২, শনিবার
mzamin

খুলনায় নর্দান ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের ছাত্র প্রমিজ দেবনাথের রহস্যজনক মৃত্যু মানতে পারছে না তার সহপাঠী ও স্বজনরা। গত বুধবার রাতে মহানগরীর গোবরচাকা এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ সময় প্রমিজের মাথায় আঘাতের চিহ্ন ও শরীরে রক্তের দাগ দেখা যায়। প্রমিজ পিরোজপুরের নাজিরপুর উপজেলার লড়া-সাচিয়া এলাকার জ্যোতির্ময় নাগের ছেলে। এ ঘটনায় থানায় বান্ধবীকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ জানায়, প্রমিজের ঘরে বেশকিছু স্থানে রক্তের দাগ ও সিসিটিভির ফুটেজে তার বান্ধবীকে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা গেছে। এ ছাড়া একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে বাবা-মাকে উদ্দেশ্য করে লেখা রয়েছে, ‘সে ৩০ হাজার টাকা দাবি করেছে। তাকে ৫০ হাজার টাকা দিয়ে দিও। ওই টাকা নিয়ে সে ভালো থাকুক।’ গত বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আতিক আহমেদ চৌধুরী জানান, একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক সিনিয়র ছাত্রীর সঙ্গে প্রমিজের প্রেমের সম্পর্ক ছিল। ছাত্রীটি বিত্তবান পরিবারের হওয়ায় প্রমিজকে সে বিভিন্ন সময় অর্থ সহায়তার পাশাপাশি ল্যাপটপ ও মোবাইলফোন কিনে দেয়। বুধবার দুপুর থেকে তারা একইসঙ্গে অবস্থান করছিল। সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। প্রমিজকে যে মারধর করা হয়েছে তার আলামত মিলেছে। তিনি জানান, ঘটনার পর থেকে মেয়েটি আত্মগোনে রয়েছে। তাকে খুঁজতে পুলিশ কাজ করছে। অপরদিকে প্রমিজকে শেষবারের মতো দেখতে বৃহস্পতিবার সকাল থেকে খুমেক হাসপাতাল মর্গের সামনে ভিড় করে তার সহপাঠী ও শিক্ষকরা। এ সময় তার সহপাঠী ইমরান হোসেন বলেন, একই বিভাগের আরেক মেয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুইজনকে প্রায়ই অন্তরঙ্গভাবে ক্যাম্পাসে দেখা যেতো। এ ছাড়া দুইজনের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। আর এক সহপাঠী আফসানা আক্তার কেয়া বলেন, প্রমিজের মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমরা চাই এর একটা সুষ্ঠু তদন্ত হোক। উঠে আসুক প্রকৃত রহস্য। প্রমিজের জ্যাঠাতো ভাই ডা. দীপংকর নাগ বলেন, প্রশাসন এটি আমলে নিয়ে এরসঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেবে বলে আমাদের প্রত্যাশা। অপরদিকে প্রমিজের অপর জ্যাঠাতো ভাই প্রীতিশ নাগ বাদী হয়ে হত্যার প্ররোচণার অভিযোগে তার বান্ধবী সুরাইয়া ইসলাম মীমকে আসামি করে বৃহস্পতিবার সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মীম নড়াইল জেলার কালিয়া উপজেলার মোল্লা আবুুল কালাম আজাদের মেয়ে। মীম খুলনায় নর্দান ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status