বিশ্বজমিন
মানবপাচার: ভানুয়াতুতে ৪ বাংলাদেশির জেল
মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) ২৪ জুন ২০২২, শুক্রবার, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৭ অপরাহ্ন

মানবপাচার ও দাসত্বের অভিযোগে প্রশান্ত মহাসাগরের বুকে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে চার বাংলাদেশিকে জেল দিয়েছে সেখানকার আদালত। চার বছর এ নিয়ে আইনি লড়াই শেষে এ সপ্তাহে তাদের বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করা হয়। ভানুয়াতুতে একে সবচেয়ে বড় মানবপাচারের মামলা হিসেবে বিবেচনা করা হয়। এ খবর দিয়েছে নিউজিল্যান্ডের অনলাইন আরএনজেড। এতে বলা হয়, এই অবৈধ কাজের মূল হোতা সুমন নামে এক ব্যক্তি। তাকে ১৪ বছরের জেল এবং জরিমানা করা হয়েছে। তার স্ত্রী বুক্সো নাবিলা বিবিকে দেয়া হয়েছে ৭ বছরের জেল ও জরিমানা। মামলায় অভিযুক্ত অন্য দু’জন আনোয়ার হোসেন ও পলাশ হোসেনকে যথাক্রমে ৬ ও ৭ বছরের জেল দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই চারজন মিলে চাকরি দেয়ার প্রলোভনে কমপক্ষে ১০০ বাংলাদেশিকে ভানুয়াতুতে নিয়ে গেছেন। কিন্তু ওইসব মানুষ দেশটিতে পৌঁছার পর তাদের পরিণতি হয়েছে দাসত্ব। গত নভেম্বর মানবপাচার, দাসত্ব ও অর্থ পাচারের অভিযোগে ওই চারজনকে অভিযুক্ত করে ভানুয়াতু সুপ্রিম কোর্ট। এ ছাড়া তাদের বিরুদ্ধে নির্যাতন, হত্যার হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ আছে। তাদের শিকারে পরিণত হওয়া ১০১ জন ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে ওই চারজনকে ১৬ লাখ ৭০ হাজার ডলার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই অপরাধের কাহিনী উদঘাটন হওয়ার পর ভিকটিমরা বাংলাদেশে ফিরে গেছেন।